Breaking News

একি করলেন কোয়েল শ্রাবন্তী।

কলকাতা, ২৬ আগষ্ট- টালিউডে কোয়েল মল্লিককের সাথে শ্রাবন্তীর রেষারেশিটা বেশ অনেকদিন ধরেই দানা বাঁধছে। কোয়েল বিয়ের পর ব্যক্তিগত জীবনে কিছুটা ব্যস্ত হয়ে যাওয়ায় সে সুযোগে শ্রাবন্তী বেশ এগিয়ে যায় ক্যারিয়ারে। এ নিয়ে কোয়েলের কিছুটা কষ্ট তো ছিলোই, তবে তা ক্ষোভে রূপ নিলো শ্রাবন্তীর মুখে 'দিদি' ডাক শুনে!  


এ যেন বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চনকে সোনম কাপুর ‘আন্টি' ডাকার মতো ঘটনা! একটি ইন্টারভিউয়ে সোনাম অ্যাশকে ‘আন্টি' সম্বোধন করায়  সোনমের সঙ্গে তো কথাই বন্ধ করে দিয়েছিলেন অ্যাশ! কোয়েলও ঠিক একই আচরণ করছেন শ্রাবন্তীর সাথে।

শ্রাবন্তীকে সম্প্রতি কোয়েলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'কোয়েলদি তো অনেক সিনিয়র..'! একে তো 'দিদি', তারপর আবার 'সিনিয়র'! এসব শুনে কোয়েল তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। যদিও কোয়েলের বয়সটা শ্রাবন্তীর চেয়ে বেশ কিছুটা বেশি, কিন্তু তাতে কী? নয় বছরের ছেলের মা শ্রাবন্তীর মুখে 'দিদি' ডাক শুনে রাগ নাকি আর কমছেই না কোয়েলের। এই কারণে নাকি শ্রাবন্তীকে আজকাল এড়িয়েও চলছেন তিনি।

কোয়েল যে শ্রাবন্তীর দিদি না, সেটা প্রমাণ করার জন্যও নাকি তিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন আজকাল! শোনা যাচ্ছে সুপারস্টার দেব-এর বিপরীতে তার আগামী ছবি 'রঙবাজ'-এ একেবারে 'কচি খুকি'-র ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন কোয়েল। আর এসব নাকি তিনি করছেন শুধু মাত্র শ্রাবন্তীকে শিক্ষা দিতে!
এদিকে শ্রাবন্তী তো নাকি বুঝেই উঠতে পারছেন না কেন 'কোয়েলদি' তার উপর চটেছেন! তিনি তো আর খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি। কোয়েলকে সম্মান জানাতেই নাকি দিদি ডেকেছিলেন তাকে। এমন কৈফিয়ত সত্ত্বেও কোয়েল যথেষ্ট বাঁকা চোখেই দেখছেন ব্যাপারটাকে। ঘনিষ্ঠ মহলে নাকি এও বলে বেড়াচ্ছেন যে শ্রাবন্তী নাকি এসব করে 'বাচ্চা' সাজতে চাইছেন। তাই শ্রাবন্তীকে আচ্ছা করে শায়েস্তা করতেই নিজের বয়স কমানোর চেষ্টায় মেতেছেন কোয়েল।

এমনিতেও আগে থেকেই শ্রাবন্তীর বর রাজীব বিশ্বাসের সঙ্গে কোয়েলের বর নিসপাল সিংহর সম্পর্ক নাকি একেবারে আদায়-কাঁচকলায়। বরেদের সঙ্গে সঙ্গে এবার বউরাও যুক্ত হলেন চুলোচুলিতে। নিন্দুকেরা তো অন্তত তাই বলে বেড়াচ্ছেন।
কোয়েল-শ্রাবন্তীর এমন মনোমালিন্যের অবশ্য কারণ আছে আরও! শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে, অপর্ণা সেনের ছবি 'গয়নার বাক্স'-র পর থেকে শ্রাবন্তীর চাহিদা বেড়েছে প্যারালাল ছবিতেও। অনিরুদ্ধ রায়চৌধুরির আগামী ছবি 'বুনো হাঁস' ছাড়াও আরও কয়েকটি ছবিতে নাকি কোয়েলের রোল কেড়ে নিয়েছেন শ্রাবন্তী। ফলে, কোয়েলের দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলছে!

No comments